পিতা হারালেন দ্বীপরাজ দাস: সেভ দ্যা নেচার কেন্দ্রীয় সংসদের শোক in জীবনধারা নভেম্বর ৪, ২০১৮ ০ 200 Views একেএম সীমান্তঃ দিশারী নিউজ পিতা হরালেন “সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ” সিলেট মহানগর শাখার সাধারন সম্পাদক দ্বীপরাজ দাস দ্বীপায়ন। তার পিতা দ্বীনেশ চন্দ্র দাশ(দূর্গা) শনিবার মধ্যরাতে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫০ বছর। দ্বীপের পিতার মহাপ্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন “সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ” এর কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মোয়াজ্জেম হোসেন রিয়াদ ও সাধারন সম্পাদক আবদুল হক হিরণ।এক শোকবার্তায় সেভ দ্যা ন্যাচার পরিবারের পক্ষ থেকে স্বর্গীয় দ্বীনেশ চন্দ্র দাশের আত্মার শান্তি ও সৎগতি কামনা করে শোকসন্তপ্ত পরিবাবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা। মৃত্যুকালে তিনি ২ কন্যা ও এক পুত্র সন্তান রেখে যান Tweet ২০১৮-১১-০৪ admin9